করোনার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না বলিউডের। বেশির ভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সর্বশেষ দেওয়ালিতে মুক্তি পাওয়া ‘রাম সেতু’ নিয়ে তাই প্রত্যাশাটা একটু বেশিই ছিল। অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরত বারুচা অভিনীত এই সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ডও খুব একটা খারাপ ছিল না।
প্রথম দুই দিন বক্স অফিস কালেকশনও ছিল বেশ ভালো। তৃতীয় দিন থেকেই ছন্দপতন ঘটে সিনেমাটির।১৪০ কোটি রুপি বাজেটের রাম সেতু প্রথম ছয় দিনে বক্স অফিসে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি।
হম্বেল ফিল্মস প্রযোজিত কানতারা সিনেমার চিত্রনাট্যকার, পরিচালক ও নায়ক কন্নড় তারকা ঋষভ শেঠি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ। কানতারা শব্দের অর্থ গহিন জঙ্গল। সিনেমার গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে এগিয়েছে গল্প।