হোম > ছাপা সংস্করণ

ছোবড়া দিয়ে ক্রিকেট পিচ

মো. হাবিবুল্লাহ, নেছারাবাদ

পিরোজপুরের নেছারাবাদে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে ক্রিকেটের পিচ। উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বেলতলার কুটিরশিল্পীরা অর্ধশত বছর ধরে এই পিচ বানাচ্ছেন।

দি পিপলস কেয়ার ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা মহিউদ্দিন তোতা মিয়ার পরিবার এই পিচ তৈরির ঐতিহ্য বংশপরম্পরায় ধরে রেখেছেন।

স্থানীয়রা জানান, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে সুটিয়াকাঠীর বেলতলা গ্রামে নারিকেলের ছোবড়ার কুটিরশিল্প চালু ছিল। তখন ছোবড়া দিয়ে পাপোশ, দড়ি, ম্যাট, জাজিম ইত্যাদি বানানো হতো। সে সময় পাপোশের আদলে ক্রিকেট পিচ বানিয়ে তা পাকিস্তানে পাঠানো হতো। দেশ স্বাধীন হওয়ার পর কয়েক বছর কৃত্রিম পিচ বানানো বন্ধ ছিল। পরে এখান থেকে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো কৃত্রিম পিচ নেওয়া শুরু করে।

দেশের একমাত্র নেছারাবাদেই কৃত্রিম পিচ তৈরি হয়। কিন্তু বিষয়টি এখন অবহেলিত রয়েছে, সরকারি–বেসরকারি কোনো পর্যায়েই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তাই উপজেলার একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পিচ তৈরির বিষয়টি। পৃষ্ঠপোষকতা পেলে কৃত্রিম পিচ তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

এ বিষয়ে উদ্যোক্তা মহিউদ্দিন তোতা মিয়া বলেন, ‘একটি পিচ তৈরি করতে ৩ জন শ্রমিকের অন্তত ৬ দিন কাজ করতে হয়। একেকটি পিচ এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি হয়। বছরে অন্তত ৫০টি পিচ বিক্রি হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পিচ আরও বড় পরিসরে উৎপাদন ও বিদেশে রপ্তানি করা সম্ভব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ