হোম > ছাপা সংস্করণ

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করা হয়েছে। সংঘর্ষের সময় শিহাব নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর এলাকার সোহেল রানা ও তাঁর সমর্থকদের সঙ্গে একই এলাকার সিহাব-ইলিয়াস হোসেন ও তাঁর সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত সোমবার রাতে দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল সকালে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উভয়পক্ষের ১২ জন আহত হন।

সোহেল রানার সমর্থক ও মামলার বাদী আলাউদ্দিন মাঝি বলেন, পূর্বপরিকল্পনা করে ইলিয়াস-মিন্টু বিশ্বাস ও সিহাবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িঘর ভাঙচুর করে। এতে অন্তত সাতজনকে কুপিয়ে রক্তাক্ত করেন তাঁরা।

সিহাব-ইলিয়াসের সমর্থক মিন্টু বিশ্বাস দাবি করেন, অতর্কিতভাবে সোহেল রানার নেতৃত্বে তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে নারীসহ পাঁচজনকে গুরুতর জখম করেন। আহত ব্যক্তিরা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তা ছাড়াও তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না বলে দাবি করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, বাড়িঘর ভাঙচুর ও মারপিটের ঘটনায় আলাউদ্দিন মাঝি বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেছেন। ইতিমধ্যে শিহাব নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ