নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫ নম্বর বাকলজোড়া ইউপি থেকে হাবিবুর রহমান (৩৮) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
সোমবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় পরিবারের লোকজন তাঁকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই ইউপির গাবাউতা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। চেয়ারম্যান পদে ওই ইউপি থেকে ৩ হাজার ৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।