হোম > ছাপা সংস্করণ

কোমানের ‘মুক্তি’, আসছেন জাভি

টানা ব্যর্থতায় বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের বরখাস্ত হওয়ার বিষয়টি ছিল সময়ের ব্যাপার। কোমানের বিদায় দেখতে উন্মুখ হয়ে ছিলেন কোটি বার্সা সমর্থকও। কেউ কেউ কোমানের সরে যাওয়াকে দেখছিল ‘মুক্তি’ হিসেবেও। সেই ‘মুক্তি’র সময়টা অবশেষে আসে বৃহস্পতিবার। বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে কোমানকে। বার্সা অবশ্য নিজেদের বিবৃতিতে বরখাস্তের জায়গায় ‘মুক্তি’ শব্দটাই উল্লেখ করেছে।

কোমানের বদলে এখন নতুন কোচ হিসেবে আসছেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে জাভির বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্গেই বারজুয়ানকে।

কোমানের বরখাস্ত হওয়ার মঞ্চটা আগে থেকেই প্রস্তুত হয়ে ছিল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা শুধু আগুনে ঘি ঢেলেছে। ১-০ গোলের হারের পর আর অপেক্ষা করেনি বার্সা। তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হয় এই ডাচ্‌ কোচকে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ চাপের মুখে ছিলেন কোমান। গত মৌসুমে তেমন কোনো সাফল্যই এনে দিতে পারেননি কাতালান ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমেও বার্সাকে পথ দেখাতে পারেননি তিনি। ১০ ম্যাচের ৪টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এমন পরিস্থিতিতে কোমানের ছাঁটাই হওয়ার বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। কেবল মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরেও সুবিধা করতে পারেননি তিনি। অভিজ্ঞ খেলোয়াড়দের সমালোচনা করা ও অতীতে দলের সঙ্গে তুলনা করে বর্তমান দলকে খাটো করে দেখার কাজও তিনি করেছেন। শেষ দিকে এসে সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গেও। তবে কোমানের সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত লিওনেল মেসির ক্লাব ছাড়ার ধাক্কা সামলানোর ক্ষেত্রে ব্যর্থতা।

কোমানকে সরিয়ে দেওয়ার পর এখন নতুন শুরুর স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকেরা। যেখানে তাঁদের মূল ভরসা জাভি। ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে অসামান্য সব সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এখন ক্লাবকে দুরবস্থা থেকে উদ্ধারেও ভূমিকা রাখতে হবে তাঁকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ