হোম > ছাপা সংস্করণ

তরমুজগাছ উপড়ে ফেলার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় পূর্বশত্রুতার জেরে কৃষক মো. স্বপন মুনসির প্রায় ৯৬ শতাংশ জমির তরমুজগাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের আবু তাহের নামের এক কৃষকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার নজরুলনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার চাষি স্বপনের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন কৃষক আবু তাহের।

মো. স্বপন মুনসি অভিযোগ করে বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে অন্যের দুই একর জমিতে তরমুজের আবাদ করেছি। জমি লিজ নেওয়াসহ একরপ্রতি খরচ হয়েছে ৯০ হাজার টাকা। ফলন ভালো হলে একরপ্রতি তরমুজ বিক্রি হতো প্রায় দেড় লাখ টাকার। কয়েক দিন আগে প্রতিবেশী কৃষক আবু তাহেরের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। ওই বিরোধকে কেন্দ্র করে তরমুজগাছ উপড়ে ফেলার হুমকি দিয়ে আসছিলেন আবু তাহের, তাঁর ছেলে সাইফুল ইসলাম, স্বজন রাশেদ ও সাইদুল। শনিবার সকালে তরমুজখেতে গিয়ে দেখি, প্রায় ৯৬ শতাংশ জমির তরমুজগাছ উপড়ে ফেলা হয়েছে।’অভিযুক্ত কৃষক আবু তাহের বলেন, ‘তাঁর সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। তবে কে বা কারা রাতের আঁধারে স্বপনের তরমুজগাছ উপড়ে ফেলেছে, তা আমার জানা নেই। আমাকে ফাঁসাতে অপচেষ্টা চলছে।’

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সবুজ কর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ