বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার ডাকা ফেনীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে সমাবেশ স্থগিত করা হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। ফেনীর এসএসকে রোডের ওয়াপদা মাঠে গতকাল দুপুরে মহাসমাবেশের আয়োজন করা হয়।
রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে সমাবেশ স্থগিত করা হয়। সমাবেশের পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আলোচিত নেতা জয়নাল হাজারীর মৃত্যুর কারণেই সমাবেশ স্থগিত করা হয়।
এর আগে ফেনী সদর সার্কেল এএসপি অং প্রু মারমা জানান, যেখানে-সেখানে জটলা বা মিছিল-মিটিং না করাসহ বেশ কটি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তখন জনসভা সফল ও সার্থক করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি যথাসময়ে ওয়াপদা মাঠে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।