বলিউডের ‘খারাপ সময়ে’ দুর্দান্ত এক শুরু দেখাল ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে রেকর্ড গড়ল রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ কোটি রুপিতে।
সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রস্তুতি শুরু হয়েছিল তারও ছয় বছর আগে থেকে। অয়ন মুখার্জি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টার কোনো কমতি রাখেননি। বলিউডভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ঘেঁটে জানা যায় কী আছে এই সিনেমায়। পরিচালকের লক্ষ্য ছিল, ‘অ্যাভেঞ্জার্স’ ধাঁচের কিছু তৈরি করা। সেই লক্ষ্যে তিনি কিছুটা হলেও সফল। ‘ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমা অয়নের গল্প বলার দক্ষতার প্রমাণ দেয়। কিন্তু এই সিনেমায় তিনি ভিজ্যুয়ালকে গুরুত্ব দিয়েছেন।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় বিষয়ের অভিনবত্ব নিয়ে সন্দেহ নেই। সিনেমায় দেখানো হয়েছে, আদিকালে ব্রহ্মশক্তি থেকে তৈরি হয়েছিল একাধিক অস্ত্র এবং সব অস্ত্রের নিয়ন্ত্রক ব্রহ্মাস্ত্র। যুগ যুগ ধরে বংশপরম্পরায় কিছু মানুষ সেই সব অস্ত্র রক্ষা করে চলেছে। তারা সবাই অস্ত্রাভার্স ব্রহ্মাংশের সদস্য। সেই ব্রহ্মাংশের বর্তমান গুরু অমিতাভ বচ্চন। অন্য দিকে, রণবীর অভিনয় করেছেন শিবা চরিত্রে, যে নিজেই অগ্নি অস্ত্র। কিন্তু নিজের শক্তি সম্পর্কে জ্ঞাত নয় সে। শিবার সঙ্গে দেখা হয় ইশার (আলিয়া)। প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় শিবা।
রণবীর-আলিয়ার রোমান্সের দৃশ্যগুলো চমৎকার। চোখ ফেরানো যায় না আলিয়ার দিক থেকে। সব দৃশ্যেই তিনি সুন্দর। একইভাবে ঝকঝকে রণবীরও। সিনেমার শেষে রয়েছে পরের পর্বের ঘোষণা।