সোয়েটার পুরোনো হলে খুব স্বাভাবিকভাবেই আমরা সেগুলো জমিয়ে রাখি। সুযোগ এলেই সেগুলো বাক্সবন্দী করে শীতার্তদের সহায়তায় পাঠানো হয়। এ গেল এক দিকের কথা। কিন্তু পরার অনুপযোগী হলে সে সোয়েটার অন্য কোনো কাজে লাগানো যায়, তা একবার দেখে নেওয়া যাক।
সূত্র: ট্রি হাগার