হোম > ছাপা সংস্করণ

বৈচিত্র্যময় মিশ্রণে উৎসবের শুরু

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালটা শুরু হয় সাংস্কৃতিক কর্মী ও পাঠকের পদচারণে। বিভিন্ন স্টলে ঘুরছেন তাঁরা। পছন্দ হলেই কিনছেন বই। ফেব্রুয়ারি আসার আগেই বইমেলার এ আবহে ছিল ভিন্ন মাত্রা। একাধিক মিলনায়তনে রাখা হয়েছে সাহিত্য কথোপকথনের জমকালো আয়োজন। সমানতালে চলছে গান, আবৃত্তি, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজন রাখা হয়েছে যাত্রাপালারও।

বৈচিত্র্যময় মিশ্রণ, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, সংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘ঢাকা লিট ফেস্ট’। করোনার কারণে তিন বছর বন্ধ ছিল এ আয়োজন। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধনী সেশনের মাধ্যমে শুরু হয়েছে চার দিনব্যাপী এ সাহিত্য উৎসব। প্রথম দিনই উপস্থিত ছিলেন নোবেলজয়ী ব্রিটিশ-তানজানীয় সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।

‘আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। ধারণা করছি, এ আয়োজনে এমন কিছু দেখব, যা আমি জীবনেও দেখিনি। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি, উৎসবের দারুণ শুরু হয়েছে এবং আমি শেষ পর্যন্ত এর সঙ্গে থাকতে চাই।’ উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন আবদুলরাজাক গুরনাহ।

আয়োজকেরা বলছেন, এ উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন নুরুদ্দিন ফারাহ, হানিফ কোরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইনটন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, আলেকজান্দ্রা প্রিঙ্গেল, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, জয় গোস্বামী, কামাল চৌধুরীসহ পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক ও শিল্পী।

বিকেলে মানুষের নিজের অস্তিত্ব-সংক্রান্ত এক সেশনে অংশ নেন সোমালীয় ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ, বুকারজয়ী শ্রীলঙ্কান ঔপন্যাসিক শিহান কারুণাথিলাকা এবং ভারতীয় ঔপন্যাসিক গীতাঞ্জলি শ্রী। এ সময় নুরুদ্দিন ফারাহ বলেন, নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া মানে নিজের অস্তিত্বের কাছ থেকে হারিয়ে যাওয়া। রাজনৈতিকভাবে যাঁরা নিজের দেশ, নিজের ভিটেমাটি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাঁরা ভয়ংকর নির্মমতার শিকার। এই বিচ্ছেদ জন্মের সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্নতার মতো।’

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এবারের আয়োজনে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ২০০ ও ৫০০ টাকায় টিকিট পাওয়া যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ