২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সানিয়া সুলতানা লিজা। এরপর বেরিয়েছে তাঁর বেশ কিছু অ্যালবাম। চলচ্চিত্রেও অসংখ্য প্লেব্যাক করেছেন লিজা। দেশের যে কয়েকজন সংগীতশিল্পী নিয়মিত কনসার্টে পারফর্ম করেন, লিজা তাঁদের অন্যতম। সম্প্রতি নতুন ব্যান্ড গঠন করেছেন তিনি। নাম দিয়েছেন—‘লিজা অ্যান্ড লাইটস’।
ব্যান্ডটির দলপ্রধান লিজা। সঙ্গে আছেন ওয়াহিদুল ইসলাম নয়ন (কি-বোর্ড), জাহিদুল হাসান রতন (বেজ গিটার), কাজী রাকিব হোসাইন (অক্টোপ্যাড), মাজেদ এমিলি (পারকেশন) ও পলাশ ফারুকী (লিড গিটার ও ব্যান্ড ম্যানেজার)। এই সদস্যদের নিয়ে ২০০৯ সাল থেকে স্টেজ শো করছেন লিজা। টিভি লাইভেও নিয়মিত একসঙ্গে পাওয়া যায় তাঁদের। এত দিন পর তাঁদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডের ঘোষণা দিলেন লিজা।
লিজা বলেন, ‘প্রায়ই দেখি ব্যান্ডগুলোয় ভাঙন। আমার দলে তেমন কিছু ঘটলে তো খারাপ লাগবে। তাই শুরুতে ব্যান্ড করতে চাইনি। এভাবে একসঙ্গে আমাদের এক যুগ কেটে গেছে। এই দীর্ঘ সময়ে এক পরিবারের মতো একে অপরের পাশে আছি আমরা। নিয়মিত প্র্যাকটিস করি। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমাদের দলের এবার নাম দেওয়া উচিত। এত দিন যখন একসঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।’
শুধু কনসার্ট আর টিভি শো নয়, লিজা অ্যান্ড লাইটস থেকে মৌলিক গানও প্রকাশের পরিকল্পনা আছে গায়িকার। লিজা বলেন, ‘এই দল থেকে মৌলিক গান প্রকাশ করতে কোনো বাধা নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ একটি দল। আমি যেমন গাইতে পারি, অন্য সদস্যরা সুর করতে ও বাজাতে পারেন। তা ছাড়া, আমার মৌলিক গানগুলো স্টেজের জন্য আলাদা কম্পোজ করেই গাই। তাই কম্পোজিশনের চর্চা আছে আমাদের। তবে মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে আরেকটু সময় নিতে চাই আমরা।’
লিজা অ্যান্ড লাইটস সর্বশেষ পারফর্ম করেছে বরিশালে। ভবিষ্যতেও তাঁদের বেশ কিছু স্টেজ শো আছে বলে জানিয়েছেন লিজা।