ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৌর এলাকার ঘোষপাড়া গ্রামে মাঠ দিবসের কর্মসূচি পালন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কুমার সিংহ, শিল্প বনিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।