গাজীপুরের টঙ্গীতে এক প্রকাশ তালুকদার উচ্ছ্বাস (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
প্রকাশ তালুকদার উচ্ছ্বাস জামালপুরের জামালগঞ্জ থানার মদনা কান্দি গ্রামের পিযুষ তালুকদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর আউচপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে পরিবারের লোকজন ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থান প্রকাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে প্রকাশ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।