হোম > ছাপা সংস্করণ

লালপুরে ‘বদন’ খেলায় দর্শকের ভিড়

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ‘বদন’ বা দাঁড়িয়াবান্ধার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুড়দুড়িয়া কারিগরপাড়া যুবসমাজের উদ্যোগে খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী খেলা দেখতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে শত শত দর্শক ও খেলাপ্রেমীরা আসেন। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এ খেলা দেখতে পেয়ে আনন্দিত তাঁরা।

গত বুধবার বিকেলে ফাইনাল খেলায় চণ্ডীপুর খুদি ছয়খুঁটি দল ৩-১ স্কোরে কারিগরপাড়া তালবাড়ি দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে। সেরা খেলোয়াড় হন চণ্ডীপুর খুদি ছয়খুঁটি দলের আক্কাস আলী (৫৫)। খেলা পরিচালনা করেন রেফারি রবিউল ইসলাম বেন্টু।

খেলা শেষে মো. সোহেল রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম রিমন বলেন, তিনি নিজেই একজন বদন খেলোয়াড় ছিলেন। কিন্তু এখন যুবকদের মধ্যে আর বদন খেলার আগ্রহ নেই। উপজেলা পর্যায়ে বদন খেলার প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বদন বা গাদন খেলাকে বর্তমান সমাজে আর দেখা যায় না বললেই চলে। একসময় বাংলাদেশের শিশু-যুবাদের প্রিয় খেলা ছিল বদন।

খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু জাফর বলেন, পছন্দের দাঁড়িয়াবান্ধা বা বদন বা গাদন খেলায় ছেলে, মেয়ে ও বয়স্করা অংশ নিতে পারে। ২৫ মিনিট খেলা, ৫ মিনিট বিশ্রাম, পুনরায় ২৫ মিনিট খেলা—এই নিয়মে চলে। খেলার ফলাফল অমীমাংসিত থাকলে ১০-১-১০ মিনিট পুনরায় খেলে ফলাফল নির্ধারিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ