কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অভিযোগে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পিডিবি। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে ১৬টি মামলা করা হয়। গত রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শিকলবাহা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন কর্ণফুলী উপজেলার কালারপোল ফিডারে ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়রিন পারভীন। এ সময় বিতরণ বিভাগ পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসাইন, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান প্রমুখ।