কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের ধরনটা বেশ পছন্দ নবাগত পরিচালক ও চিত্রনাট্যকার সাগ্নিক চট্টোপাধ্যায়ের। তাই নিজের নতুন ওয়েব সিরিজের জন্য কৌশিকের কথা মাথায় রেখেই তৈরি করলেন চিত্রনাট্য। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের জন্য তৈরি করছেন ‘প্র্যাঙ্কেনস্টাইন’ নামের সিরিজটি। তবে সদা হাস্যোজ্জ্বল কৌশিককে তিনি কমেডি না করিয়ে হাতে তুলে দিচ্ছেন পিস্তল। রাতের অন্ধকারে কালো চাদর জড়িয়ে পর্দায় আসবেন কৌশিক। আগে হইচইয়ের একটি সিরিজে অভিনয় করলেও সেটা মুক্তি পায়নি এখনো। ডাবিং শেষে চূড়ান্ত সম্পাদনার টেবিলে আছে সিরিজটি। এরই মধ্যে যুক্ত হলেন নতুন ওয়েব সিরিজে।
কৌশিক বলেন, ‘লেখক ও পরিচালক হিসেবে আমি নিজেকে নিয়ে যেমনটি ভাবতে পারিনি, সৌম্য (সাগ্নিক) সেটা ভেবেছে। আমাকে মাথায় রেখে একটি সিরিজ পরিকল্পনা করেছে। তাই এককথায়ই “হ্যাঁ” বলে দিলাম। তবে গল্পটা শুনেছি। আমার ভালো লেগেছে।’
‘প্র্যাঙ্কেনস্টাইন’ সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন রেমো, শ্রীতমা দে, দীপা দে, ঈপসিতা কুণ্ডুসহ অনেকেই।