মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগীতায় খরকা হলরুমে ৫০ জন মহিষ খামারীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এবং সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার।