নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মোহাম্মদপুর থেকে রোহিঙ্গা পাচার চক্রের অন্যতম সদস্য, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ কচি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুরের চর আলা উদ্দিনের কামাল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের কামাল বাজার এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে গ্রেপ্তার আসামিকে ডাকাতির প্রস্তুতি ও রোহিঙ্গা পাচার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ চক্রের সঙ্গে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।