সুজুকি সুইফটের নতুন মডেলের গাড়ি বাজারজাত করা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড। নতুন মডেলের এই গাড়ি সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান বলেন, ‘সুজুকি গাড়ির গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উত্তরা মোটরস আজ (মঙ্গলবার) ডুয়েল জেট ডুয়েল ভিভিটি ১২০০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ সুজুকি নতুন সুইফট বাজারজাত শুরু করল। আমি আত্মবিশ্বাসী যে, নতুন সুইফট গাড়ি গ্রাহকদের কাছে প্রশংসিত হবে।’
অত্যাধুনিক নানা প্রযুক্তির পাশাপাশি নতুন সুইফটে বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। যেমন: ডুয়েল এসআরএস এয়ার ব্যাগ, রিয়ারভিউ ক্যামেরাসহ রিভার্স পার্কিং সেন্সর ইবিডির সঙ্গে এবিএস, প্রি-টেনশনার এবং ফোর্স লিমিটার সিটবেল্ট। নতুন এ গাড়িটি ৬টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। যার এক্স-শোরুম মূল্য ১৬.৩০ লাখ টাকা থেকে শুরু।
সারা দেশে নিজস্ব ১১টি শাখা অফিস, ৫টি ডিলার পয়েন্ট ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা দিয়ে আসছে উত্তরা মোটরস। —বিজ্ঞপ্তি