কুষ্টিয়ায় নগদ মোবাইল ব্যংকিংয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি এজেন্ট ফারুক হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আসামি ফারুক হোসেন উপজেলার পশ্চিম বাহিরচর ১২ মাইল টিকটিকি পাড়ার বাসিন্দা।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর সকালে ফারুক নগদের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার রবিন হাসানকে ফোন দিয়ে সাত লাখ টাকা ই-মানি নেন। এরপর থেকেই আসামি ফারুক পলাতক থাকে।
পরে আনিশা এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন ম্যানেজার রাকিবুল ইসলাম বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন।
ওসি মজিবুর রহমান বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার দুপুরে ১২ মাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় সাত লক্ষ টাকার মধ্যে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আসামি ফারুক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।’