হোম > ছাপা সংস্করণ

পানছড়ি কলেজ ও মডেল উচ্চবিদ্যালয় প্রথম

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে বিজ্ঞান মেলায় স্টল প্রদর্শনীতে পানছড়ি সরকারি কলেজ ও পানছড়ি মডেল সরকারি উচ্চবিদ্যালয় প্রথম হয়েছে। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রদর্শনী স্টল পরিদর্শন করে সেরাদের নির্বাচন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে গতকাল মঙ্গলবার ওই ঘোষণা দেওয়া হয়।

এর আগে পানছড়িতে ৪৩তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এর সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ।

স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় সিনিয়র দলে পানছড়ি সরকারি কলেজ প্রথম ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করে। এ ছাড়া জুনিয়র দলে পানছড়ি মডেল সরকারি উচ্চবিদ্যালয় প্রথম, পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় দ্বিতীয়, উল্টাছড়ি উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। এ ছাড়া লোগাং উচ্চবিদ্যালয়, লোগাং বাজার উচ্চবিদ্যালয়, পুজগাংমুখ উচ্চবিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চবিদ্যালয় ও পানছড়ি টেকনিক্যাল স্কুলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা অনুতোষ চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, আইসিটি প্রোগ্রামার বাবলী খীসা, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সংবাদকর্মী, বিভিন্ন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ