ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লেবু মিয়া (৩৭), আমির হোসেন টেপু (৪৫), মো. রফিকুল ওরফে রফিজ (৫০), আব্দুল জব্বার ওরফে পিচ্ছুনী (৩২), মিঠু (২৩), মো. শাকিল (২৪), কাজল (৩০), নবী হোসেন (৪০), আয়নাল হক পিরু (৫০), তুষার (৩২), মো. খলিল (৩৫), সুব্রত পাল (রঞ্জন) (৩৫), মো. মাসুদ (২৮), মো. মিঠু (৩০), প্যারিজ ডায়মন্ড (৩৫), মো. আনিছ (৩১), মো. আলামিন (৩৬)।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারি পরোয়ানায় ৯ জন, মাদকসহ দুজন ও অন্যান্য মামলায় ছয় জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।