হোম > ছাপা সংস্করণ

নিবন্ধন করেও টিকা নেননি ২১ হাজার মানুষ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করে এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি প্রায় ২১ হাজার মানুষ। টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৭ হাজার ৫৩২ জন। তবে ধীরে ধীরে করোনা টিকা গ্রহণে মানুষের অনীহা লক্ষ করা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক আহম্মেদ বলেন, ‘সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রচার চালানো হয়েছে। আমাদের পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। রেজিস্ট্রেশনকারী যে কেউ চাইলেই টিকা গ্রহণ করতে পারবেন।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা পেতে এখন পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৫৯ হাজার ২৬০ জন। তাঁদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০৭ জন।

এতে প্রায় ২১ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি। এ ছাড়া টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৭ হাজার ৫৩২ জন। উপজেলায় এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২০ হাজার ৫৫২ জন।

এদিকে টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ইতিমধ্যেই সরকারি-বেসরকারিভাবে প্রচার চালানো হয়েছে। বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন অস্থায়ী করোনা টিকা কেন্দ্র স্থাপন করা হয়।

যেখানে রেজিস্ট্রেশনকারী ব্যক্তিদের সহজেই টিকা গ্রহণের সুযোগ ছিল। এ ছাড়া টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিরা মাইকিং, বিভিন্ন সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাঈদ বলেন, ‘ইউনিসেফের সহযোগিতায় আমরা করোনা টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে উপজেলায় বিভিন্ন গ্রামে মাইকিং, উঠান বৈঠক, পথনাটক করেছি।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ