রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (বল প্রতীক) পদপ্রার্থী আব্দুর রহমানকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ জরিমানা করেন।
নিষেধ থাকার পরেও রাতে সমর্থকদের নিয়ে মিছিল করার দায়ে ইউপি সদস্য প্রার্থী রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো স্থানে অনিয়ম হলে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।