রাজবাড়ীর গোয়ালন্দে শ্বশুর বাড়িতে বাবু মৃধা (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকার একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সমির মৃধা পাড়ার ইদ্রিস মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে বাবুর সঙ্গে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকার আবুল শেখের মেয়ে সেতুর (১৯) বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মধ্যে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান বাবু। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক মাস ভাড়া বাড়িতে থাকলেও কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে থাকতেন।
বাবুর বাবা ইদ্রিস বলেন, গত রোববার বাবু বাড়িতে এসেছিল। রাতে আমরা একসঙ্গে ভাত খাই। সে পুনরায় বাড়ি ফিরে আসবে বলে আমাকে জানায়। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসবে বলে রাতেই শ্বশুর বাড়িতে চলে যায়। পর দিন শ্বশুর বাড়ির পাশের এক লোক জানান, বাবু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
ইদ্রিস বলেন, বাবুর লাশ ঝুলন্ত ছিল না। একটা নিচু আম গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। সে আত্মহত্যা করতে পারে না।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাবুর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।