নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পুলিশ লাইনসে ড্রিলসেডে এই সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় গত নভেম্বরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়।
কল্যাণ সভায় তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বানও জানান এসপি প্রবীর কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, তানজিলা সিদ্দিকা, এস এম কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার প্রমুখ।