কী নেই এই সিনেমায়! আছে মণিরত্নমের নির্দেশনা, চিয়ান বিক্রম-কার্থি-তৃষা-জয়ম রবির অভিনয়, এ আর রাহমানের সংগীত পরিচালনা, ‘জগ্গা জাসুস’ ও ‘সঞ্জু’র মতো সিনেমার চিত্রগ্রাহক রবি বর্মণও হাজির। সম্পাদনায় আছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এস শ্রীকর প্রসাদ। আর আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার কথা আলাদা করে বলার কারণ হলো, প্রায় চার বছর পর আবার পর্দায় দেখা দিলেন বচ্চন-বধূ। মণিরত্নমের পরিচালনায় অভিনয় করলেন এক যুগ পর। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রত্যাশিতভাবেই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পন্নিয়েন সেলভান’।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুসারে, মুক্তির দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড তৈরি করেছে ‘পন্নিয়েন সেলভান’। ভারতে এই সিনেমার আয় ৪০ কোটি রুপির কাছাকাছি ছিল। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তা-ও শুধু ভারতে।