সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ‘ভর্তি মেলা’ (অ্যাডমিশন ফেয়ার) আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১১ ও ১২ ডিসেম্বর (শনি ও রোববার) এই ভর্তি মেলা অনুষ্ঠিত হবে। নগরীর দরগাহ গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই মেলার আয়োজন করা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, দুই দিনব্যাপী এই ভর্তি মেলায় যেসব শিক্ষার্থী ভর্তি হবেন, তাঁদের জন্য পঞ্চাশ থেকে এক শ ভাগ পর্যন্ত ছাড় থাকছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, অত্যাধুনিক সব সুযোগ-সুবিধার সমন্বয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি যে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে ভর্তি মেলা ভূমিকা রাখবে।