এসেছে শরৎ। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমণী বার্তা। আর মাত্র কয়েকটা দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অধিকাংশ প্রতিমার বাঁশ-কাঠের উপর মাটির প্রলেপ দিয়ে মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে মহাব্যস্ত মৌলভীবাজারের প্রতিমা শিল্পীরা। তবে গত কয়েক বছরের তুলনায় এবার কম মজুরি পাওয়া অসন্তুষ্ট শিল্পীরা।
জেলা শহরের কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখা যায়, শহরের কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, দুর্গাবাড়ীসহ সৈয়ারপুরে ত্রিনয়নী আহবান ও গীর্জাপাড়ার মহেশ্বরীসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিমা তৈরিসহ মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। প্রতিমা শিল্পী শীবু পাল ১৪ বছর বয়স থেকে প্রতিমা তৈরি করছেন।
বর্তমানেও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। তিনি বলেন, ‘প্রতিবছর ১০ থেকে ১৫টি প্রতিমা তৈরির অর্ডার পাই। তবে এবার পেয়েছি মাত্র ৪ টি। তবে প্রতিমা তৈরিতে প্রত্যাশা অনুযায়ী মূল্য ও মজুরি পাচ্ছি না। আর উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এ পেশা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি।’
শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে প্রতিমা তৈরি করছেন নারায়ণ পাল। তিনি বলেন, ‘এক মাস আগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছি।