হোম > ছাপা সংস্করণ

ভোটের মাঠে হত্যার ২ আসামি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুটি ইউনিয়নে হত্যা মামলার দুই আসামি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য শাহজামাল মণ্ডল, অপরজন উড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আব্দুছ ছালাম খাঁন। ইতিমধ্যে তাঁরা প্রতীক নিয়ে ভোটের প্রচার শুরু করেছেন।

তবে ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, ‘লাল মিয়া হত্যা মামলার আসামি আব্দুছ ছালাম খাঁন জামিনে আছেন। আর এরেন্ডাবাড়ী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী শাহজামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারছি না।’

জানা যায় ফুলছড়ি উপজেলার ডাকাতিয়ারচর গ্রামের শাহজামালের সঙ্গে গত ১০ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জের লংকারচর গ্রামের কৃষক সুমার আলীর সঙ্গে জমির বিরোধ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। পরে চাঁন মিয়া নামে আহত একজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের শ্যালক সুমার আলী বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি শাহজামালকে প্রধান আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়। মামলায় শাহজামাল একজন পলাতক আসামি।

অপর দিকে একই উপজেলার ফজলুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লাল মিয়াকে গত ৯ ফেব্রুয়ারি সকালে পার্শ্ববর্তী উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের পরের দিন নিহতের ছেলে মুরশিদ আলী বাদী হয়ে ২৬ জনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ১১ নম্বর আসামি আব্দুছ ছালাম খাঁন উচ্চ আদালত থেকে জামিনে এসে উড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। আব্দুছ ছালাম খাঁনের বাবা বর্তমান ইউপি সদস্য সাদেক খাঁনও ওই হত্যা মামলার ১২ নম্বর আসামি।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী শাহজামাল মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে অপর সদস্য প্রার্থী আব্দুছ ছালাম খাঁন বলেন, ‘আমি সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আবেদন জানিয়েছি। লাল মিয়ার পরিবারের লোকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি।’

ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুছ সোবহান জানান, কেউ কোনো মামলায় অভিযুক্ত হলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি তিনি সাজাপ্রাপ্ত না হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ