মালয়েশিয়ায় বসে উপলক্ষটি ভালোই উপভোগ করলেন মোশাররফ করিম। শুটিংয়ের ব্যস্ততা পাশ কাটিয়ে স্ত্রী রোবেনা রেজা জুঁই ও একমাত্র সন্তান রায়ানকে নিয়ে ১৪ আগস্ট দেশ ছাড়েন মোশাররফ। গতকাল সোমবার নিজের জন্মদিনটি পরিবারের সঙ্গে সেখানেই কাটালেন অভিনেতা। জন্মদিন উপলক্ষে সহকর্মী, ভক্ত—সবার শুভেচ্ছা-শুভকামনায় ভরে উঠেছিল তাঁর সোশ্যাল মিডিয়ার টাইমলাইন। নির্মাতা নিয়ামুল মুক্তাও মোশাররফকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সঙ্গে দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা।
মোশাররফ করিমকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন নিয়ামুল মুক্তা। ২০১৯ সালে ‘কাঠবিড়ালী’ দিয়ে আলোচিত হয়েছিলেন তিনি। এরপর বানিয়েছেন ‘রক্তজবা’। নুসরাত ইমরোজ তিশা অভিনীত সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে আছে মুক্তির অপেক্ষায়। তৃতীয় সিনেমায় এসে মোশাররফকে সঙ্গী করেছেন মুক্তা। সিনেমার নাম ‘বৈদ্য’। মাস ছয়েক আগে অভিনেতার সঙ্গে হয়ে গেছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিং শুরুর অপেক্ষা। নিয়ামুল মুক্তা জানালেন, মোশাররফ করিম দেশে ফিরলেই বৈদ্যর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। জানাবেন সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নামও।
‘বৈদ্য’ সিনেমায় মোশাররফকে সঙ্গী করেছেন নিয়ামুল মুক্তা। চলতি বছরের শেষের দিকে পাবনায় শুরু হবে সিনেমাটির শুটিং।
কী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি? নির্মাতা জানালেন, একসময় দেশের গ্রামাঞ্চলে মানুষের চিকিৎসায় ভরসা ছিলেন বৈদ্যরা। আধুনিক চিকিৎসার প্রসারের সঙ্গে সঙ্গে কমেছে তাঁদের গুরুত্ব। এমনই এক গ্রামীণ চিকিৎসক মোশাররফ করিম। গ্রামে গ্রামে ঘুরে ওষুধ, সালসা ইত্যাদি বিক্রি করেন। বিশ্বস্ত বৈদ্য হিসেবে দশ গাঁয়ে তাঁর পরিচিতি।
এই বৈদ্যের জীবনের বাস্তবতা, হাসি-আনন্দ-সংগ্রাম উঠে আসবে এ সিনেমায়। চলতি বছরের শেষের দিকে পাবনায় বৈদ্যর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নিয়ামুল মুক্তা।