হোম > ছাপা সংস্করণ

সাবেক সাংসদ মোমিনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তিনটি অভিযোগের সব কটিতেই তাঁকে পৃথকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও

বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে গত ৩১ অক্টোবর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। মোমিন তালুকদার পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করে রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর আইনজীবী সুলতান মাহমুদ সীমন বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

এদিকে মোমিন তালুকদারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হোসেন বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় বয়সে তরুণ ছিলেন। পিতা, বড় দুই ভাইসহ তাঁর বিরুদ্ধে ১৯৭২ সালে দালাল আইনে মামলা হয়। সেই মামলায় তাঁরা খালাস পান। তিনি বলেন, ২০০১ সালে সাংসদ হওয়ার আগে মোমিন তালুকদারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাঁর বড় দুই ভাই এখনো জীবিত। তাঁদের আসামি করা হয়নি। এটা পিক অ্যান্ড চুজ।

আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ