হোম > ছাপা সংস্করণ

মাদারীপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শংকরদীরপাড় গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) সঙ্গে ও পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ খার (৬৫) সঙ্গে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জেরে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পপির ভাইসহ শংকরদীরপাড় গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে রশিদ খা ও তাঁর লোকদের মধ্যে কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপোল সেতু এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন।

এ আহতরা হলেন শেরে আলী মুন্সী (৬০), আশিকুল ইসলাম (২৬), রাব্বি (১২), আজিজুল মোল্লা (২২), ইমন (১৮), মিজানুর খান (২৫), সুজন মুন্সি (২৫), হাফিজুর বেপারী (২৪), সজীব মোল্লা (২২), রাব্বি (১৭) প্রমুখ।

পপি বলেন, গতকাল রশিদ খা আমাকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন। বিষয়টি জানতে গেলে (শুক্রবার) তাঁরা আমার কাকাকে মারধর করেন।’

রশিদ খা বলেন, ‘মাফলার প্যাঁচানো সময় তার সঙ্গে আমার ধাক্কা লাগে। আমি তাঁকে বলছি, দেখতে পাইনি। সে আমাকে গালাগালি করেন। আজ (শুক্রবার) সকালে তাঁরা আমাকে তুলে নিতে এসেছিলেন। পরে এই ঘটনা ঘটে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ‘পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ