পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ৪টি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। গত বৃহস্পতিবার রাতে আর কে মৎস্য আড়তে নিলামে মাছগুলো বিক্রি করা হয়।
মৎস্য আড়ত সূত্র জানায়, বঙ্গোপসাগরের সুন্দরবন অংশে মাছ ধরার জন্য গত মঙ্গলবার রাতে জাল ফেলেন স্থানীয় জেলেরা। দুই ঘণ্টা পর জাল তুললে দেখা যায় ৪টি দাতিনা মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলেরা মাছ ৪টি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। পরে এগুলো নিলামে তোলা হয়। সর্বোচ্চ নিলামদাতা হিসেবে মোস্তফা আলম নামের এক মাছ ব্যবসায়ী ৪টি মাছ ১৭ লাখ টাকায় কিনে নেন। মাছগুলোর ওজন ৯০ কেজি।
মোস্তফা আলম বলেন, ‘স্থানীয়ভাবে একে দাতিনা মাছ বলা হয়। ভারতে এই প্রজাতির মাছের প্রচুর চাহিদা রয়েছে। মাছগুলো আমি ভারত বা চীনে রপ্তানি করব।
স্থানীয় আড়তদার বাবুরাম কর্মকার বলেন, ‘এই মাছ খুবই দামি। এই মাছের পেটে বিশেষ এক অঙ্গ থাকে। আমরা গ্রামের মানুষেরা যাকে কোকনা (পেটের ভেতরে সাদা ফাঁপা অংশ) বলি। বিদেশের বাজারে এই কোকনার চাহিদা অনেক।’
বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘বিদেশের বাজারে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ মাছ খুবই সুস্বাদু ও পুষ্টিকর। তবে এ মাছ দিন দিন কম পাওয়া যাচ্ছে। সরকার এই প্রজাতির মাছ বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন কার্যক্রম হাতে নিয়েছে।’