হোম > ছাপা সংস্করণ

যশোর-২: কদর বেড়েছে বিএনপি-জামায়াতের ভোটারের

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন সব সময়ই নৌকার নিরাপদ আসন হিসেবে থেকেছে। আসনটির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক রফিকুল ইসলাম ও মোস্তফা ফারুক মোহাম্মদ মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন। তবে এবার আসনটিতে সাবেক এমপি যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। নিরপেক্ষ পর্যবেক্ষকদের ধারণা, বিএনপি-জামায়াতের ভোটাররা বেশিসংখ্যক ভোট দিতে পারলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

জানা গেছে, এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা স্কয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. তৌহিদুজ্জামান তুহিন। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই আসনের ২০১৪-১৮ মেয়াদের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি ১৯৭০ সালের গণপরিষদ সদস্য মরহুম আবুল ইসলামের ছেলে। তিনি ২০১৮ সালে দলীয় মনোনয়ন না পেলেও এলাকা ছাড়েননি। নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচিসহ দল-মতনির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। ফলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জামায়াত-বিএনপির ভোটারদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অন্যদিকে ডা. তুহিন এলাকায় সজ্জন এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বিনয়ী হিসেবে তিনি সর্বমহলে প্রশংসিত।

এ বিষয়ে তৌহিদুজ্জামান তুহিন বলেন, এই অঞ্চলের ভোটাররা এবারও নৌকা প্রতীককে বিজয়ী করবেন।

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, ‘সুষ্ঠু ভোট হলে ট্রাক মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ