হোম > ছাপা সংস্করণ

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগে ছিলেন সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির বাবুর্চি। এরপর গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) নামে এক অভিযুক্ত প্রতারককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে শহরের মুক্তিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে।

শান্ত আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের এবং বিল্লাল সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিলেন শান্ত। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে, সেই বিজ্ঞপ্তিকে পুঁজি করে প্রতারণার জাল ছড়ান শান্ত। চাকরি দেওয়ার আশ্বাসে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আলমডাঙ্গা থাকায় লিখিত অভিযোগ দেন উপজেলার কাবিল নগরের জলিল বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ। সেই অভিযোগের সূত্র ধরে অভিযানে নামেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাঁকে খুঁজতে অভিযান চালানো হয় শহরের মুক্তিপাড়া এলাকায়।

ডিবি পুলিশ আরও জানায়, মুক্তিপাড়ায় শান্তর কেনা একটি ৪ তলা বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ ১৫ হাজার টাকা। পরে আটক করা হয় তাঁর সহযোগী কাঠমিস্ত্রি বিল্লালকে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহাব্বুর রহমান বলেন, আটকের পর শান্তের বিরুদ্ধে আরও তথ্য আসছে। প্রাথমিক তথ্যে জানা যায়, সরকারি চাকরি দেওয়ার নাম করে শান্ত প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়েছেন। শান্ত আগে বিজিবির বাবুর্চি হিসেবে কাজ করতেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ