হোম > ছাপা সংস্করণ

শিশু ধর্ষণ, অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় এ মামলা করেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলে শহরের গোলাহাট এলাকায়। অভিযুক্ত যুবকের দুই সন্তান রয়েছে।

এদিকে ওই যুবক জনরোষ থেকে বাঁচতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় রোকজন তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান।

এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অয়ন আহমেদ বলেন, 'আমি রাতের শিফটে দায়িত্বে আসার পর জানতে পারি ওই রোগীর স্যালাইন চলছিল। তিনি নিজেই স্যালাইনের সুচ খুলে কাউকে না জানিয়ে চলে গেছেন।'

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত যুবক ফয়সাল জানতে পারেন শিশুটির বাবা থানায় গিয়ে তাঁর নামে মামলা করেছেন। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে তাঁকে ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল।

এ সময় স্ত্রী বাড়ি না থাকার সুযোগে ওই যুবক রাস্তা থেকে ফুঁসলিয়ে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা হাতেনাতে ধর্ষক ফয়সালকে আটক করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ