নগরে বড় মহড়ার মাধ্যমে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দীর্ঘ কয়েক বছর পর পুলিশি বাঁধা উপেক্ষা করে নগরীর সড়কপথে প্রকাশ্যে মিছিল করেছে তারা। সমাবেশ শেষে বেলা ১টার দিকে কয়েক হাজার নেতা-কর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেন। বিগত বছরগুলোতে স্থানীয় ছাত্রদলের বিবাদে একাধিক গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও এবার ছাত্রদল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে গতকাল রোববার সকাল ১০টায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রওনকুল ইসলাম শ্রাবন।
জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বয়ক আলী হায়দার বাবুল, সদস্যসচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) সদস্যসচিব আক্তার হোসেন মেবুল প্রমুখ।