আমতলীতে ৪৫০ গ্রাম গাঁজাসহ শাহাবুদ্দিন হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পশ্চিম চুনাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কুকুয়া গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করছিলেন। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক সোহেল রানার নেতৃত্বে পুলিশ তাকে পশ্চিম চুনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আসামি শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।