পটুয়াখালীর দশমিনায় স্কুলশিক্ষার্থীদের জন্মনিবন্ধনের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার ডাকবাংলো হল রুমে ১২ বছর থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।
এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসেছি করোনার টিকা দেওয়ার জন্য।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফাইজার টিকা উপজেলায় আনা হয়েছে। দীর্ঘ দিন স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় সরকারের উদ্যোগ ১২ বছর হলেই শুধু জন্মনিবন্ধনের মাধ্যমে করোনার টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।’