ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই, উত্তর চান্দলা ও গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতের তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার শিদলাই গ্রামের মো. রুবেল মিয়া (৩২), উত্তর চান্দলা গ্রামের মো. নাছির মিয়া (২৬) ও শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর গ্রামের সরু মিয়া (৫৫)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেন।