হোম > ছাপা সংস্করণ

ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পরিচয়পত্র ব্যবহার করে ছিনতাইকালে নিরঞ্জন দাস নামের এক কনস্টেবলকে আটক করেছে জনতা। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিমপাড়া সড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

আটক নিরঞ্জন দাস (২৪) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর (বিপি-৯৮১৭১৯৮৩২৪)।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় এক যুবক বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠানোর পর এক রোহিঙ্গার মোবাইল ছিনিয়ে নেন নিরঞ্জন। পরে তাঁর চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাঁকে আটক করি। তিনি আমাদের আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয় দেন।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় পুলিশ পরিচয়ে এর আগেও একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ রফিক বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই পুলিশ পরিচয়ে পালংখালীর বিভিন্ন এলাকায় ছিনতাই হচ্ছিল। কিছুদিন আগেও আমার এলাকার একজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আটক হওয়া নিরঞ্জন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বছরের ১০ সেপ্টেম্বর কর্মস্থল থেকে বিনা অনুমতিতে লাপাত্তা হয়ে যান।’

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, ‘নিরঞ্জন গত পাঁচ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিনা অনুমতিতে দীর্ঘদিন পলাতক থাকায় এখন পর্যন্ত তিনবার তাঁর স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। পলাতক থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে (যাঁর নম্বর-০৭ / ২১)। আটকের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ