হোম > ছাপা সংস্করণ

কলেজছাত্রকে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কলেজছাত্র মো. সরোয়ার রাব্বিকে (২০) চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরের টঙ্গীতে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে সাকিব হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অবশেষে ৫০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পান রাব্বি—এমনটাই দাবি তাঁর পরিবারের।

এ বিষয়ে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। ওই কলেজছাত্র সুস্থ হলে গাজীপুরের টঙ্গী থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। বর্তমানে ওই কলেজছাত্র ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাব্বি ঝালকাঠি সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেন। তিনি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের মো. শাহ জালালের ছেলে। শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকে তাঁর পরিবার।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে গাজীপুরের টঙ্গীর সাকিব হাসানের সঙ্গে পরিচয় হয় ঝালকাঠির মো. সরোয়ার রাব্বির। সাকিব কলেজছাত্র রাব্বিকে চাকরির প্রলোভন দেন। সেই প্রলোভনে পড়ে তিনি টঙ্গীতে যান। টঙ্গীতে পৌঁছালে সাকিবের নেতৃত্বে কয়েকজন তাঁকে জিম্মি করেন। পরে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন চালানো হয় বলে দাবি রাব্বির।

সরোয়ার রাব্বি বলেন, ‘সাকিব হাসান নামের ফেসবুক আইডির ওই ব্যক্তি আমাকে চাকরির জন্য টঙ্গীতে যেতে বলে। তার প্রলোভনে পড়ে কাউকে না জানিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চে করে ঢাকায় পৌঁছাই। টঙ্গীতে পৌঁছালে আমাকে জিম্মি করা হয়। গত শুক্রবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত একটি তিনতলা বাড়িতে আটকে নির্যাতন করে দুর্বৃত্তরা। তারা আমাকে বেধড়ক পিটিয়েছে। আমাকে নগ্ন করে ভিডিও করেছে। এ ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পাই।’

গত শনিবার সকালে এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা থেকে লঞ্চে করে ঝালকাঠিতে ফেরেন রাব্বি।

ভুক্তভোগীর মা নাজনীন বেগম জানান, মোবাইল ফোনে ছেলেকে নির্যাতনের শব্দ শুনে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠালে তাঁরা রাব্বিকে ছেড়ে দেওয়া হয়।

রাব্বির বাবা মো. শাহ জালাল বলেন, ‘যে মোবাইল ফোন নম্বরে আমরা যোগাযোগ করেছিলাম, সেই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাকিবের ফেসবুক আইডিও বন্ধ। যেহেতু ঘটনাটি গাজীপুরের টঙ্গীতে। তাই ছেলে সুস্থ হলেই সেখানকার থানায় অভিযোগ দেওয়া হবে।’

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দ্বীন মোহম্মদ জানান, ছেলেটির শরীরে বৈদ্যুতিক শকের পোড়া ক্ষত রয়েছে। মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ