গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউপিতে।
কোলকোন্দ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর স্ত্রী মেনোকা মাহাবুব সরকার।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের তালিকায় দুজনের নাম দেখতে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘আমি জাতীয় পার্টি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের একজন ভক্ত। কিন্তু মেনোকা ভাবিও আমাকে ভীষণ ভালোবাসেন। এ ক্ষেত্রে আমি কাকে ভোট দেব, তা নিজেই নির্ধারণ করতে পারছি না।’