ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে ১০ মামলার পলাতক আসামি মো. ইব্রাহিমকে (৪৫) ৫২টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে ফুলগাজী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, ইব্রাহিম একজন চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রি করার সময় হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন জানান, ফুলগাজী থানা-পুলিশের অভিযান চালিয়ে, দশটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ৫২টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে মাদক আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।