কদিন আগে ফেসবুকে দুটি পোস্ট শেয়ার করেছিলেন মিথিলা ও সৃজিত। পোস্ট দুটি বিয়োগান্তক কথায় সাজানো। ব্যস, মিডিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়! তবে কী ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার? ভক্তরাও নানা মন্তব্যে সরব হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাদের নিয়ে এত গুঞ্জন তাঁরাই ছিলেন দৃশ্যের বাইরে। ফলে গুঞ্জনে ছড়ায় ডালপালা। ওপার বাংলার নির্মাতা সৃজিতের সঙ্গে ঢাকার মেয়ে মিথিলার সংসারটা ভেঙে যাচ্ছে—এমনটাই ধরে নেয় সবাই। সেই গুঞ্জন কানে যেতেই এবার মুখ খুললেন মিথিলা। জানালেন এমন খবর ছড়িয়ে পড়ায় বেশ অবাক হয়েছেন তিনি!
মিথিলা বলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। জানি না আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনার জন্ম দিল।’
বিচ্ছেদের খবরে হতবাক হয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলল। কথা শুনে আমি তো হতবাক। কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।’
সম্প্রতি মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যাংকক গিয়েছিলেন মিথিলা। সেখান থেকে কলকাতায় ফিরে এসব কথা বলেছেন মিথিলা। কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন অভিনেত্রী মিথিলা।