গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মোহাম্মদ ইউনুস প্রধানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
গত বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে শামীম আহমেদ ও মো. শেখ শাকিলকে সহসভাপতি এবং মোহাম্মদ হোসাইন ও ফয়সাল আহম্মেদ খান সেতুকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতারা শুভেচ্ছা জানান।