কিশোরগঞ্জের অষ্টগ্রামের সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রামের শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন আবু তাহের মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ উপলক্ষে মধ্য অষ্টগ্রাম মাজার হাটি প্রাঙ্গণে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আবুল বাশার।
প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম রোটারি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরীফ খান। বিশেষ অতিথি ছিলেন বেনেজীর আহম্মেদ। প্রতিষ্ঠাতা প্রবাসী আবু সালেক অর্থায়নে এই বার ১৫০ জন অসহায় গরিব মানুষের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়।