গাজীপুরে লিজা বেগম (২৫) নামের এক মা তাঁর দুই শিশুকন্যাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর মোক্তার টেক এলাকায় এ ঘটনা ঘটে। লিজা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তাঁর স্বামী বিল্লাল হোসেন।
নিহত দুই শিশু হলো তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (৮ মাস)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তাদের বাবা বিল্লাল গাজীপুরে মোক্তার টেক এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি ভবন নির্মাণের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ করেন।
বিল্লাল হোসেন বলেন, গ্রামের বাড়িতে বেড়ানো শেষে গত বৃহস্পতিবার পরিবার নিয়ে তিনি ওই বাসায় আসেন। শনিবার ছুটির দিন থাকায় সারা দিন বাসায় ছিলেন। সন্ধ্যার কিছু পর বিল্লাল শিশুদের খাবার আনার জন্য বাসার পাশের দোকানে যান। ফিরে এসে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান।
বিল্লাল বলেন, অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পরে জানালা দিয়ে দুই মেয়েকে বিছানায় নিস্তেজ অবস্থায় দেখতে পান। এ সময় স্ত্রীকে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝোলার চেষ্টা করতে দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে নিস্তেজ অবস্থায় এবং তাদের মাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বিল্লাল হোসেন বলেন, পরে জিএমপি সদর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। লিজা মানসিকভাবে অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছিল বলেও দাবি করেন বিল্লাল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মো. জাকির হাসান বলেন, খবর পেয়ে পুলিশ রাতে আহত অবস্থায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশু দুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই নারী দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।