হোম > ছাপা সংস্করণ

ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন চাচা তোফাজ্জল হোসেন। গতকাল সোমবার বেলা ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে চান্দিনার স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা জামাল জানান, যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের ওপরে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয় বালুবোঝাই একটি ট্রাক। এ সময় নিহত সালমান তার চাচা তোফাজ্জল হোসেনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। ওই মাইক্রোবাসের ধাক্কায় সে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। আহত হন চাচা তোফাজ্জল হোসেন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ